ট্রেইনি অ্যাসিসট্যান্ট অফিসার | IFIC ব্যাংক
IFIC ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের লেনদেন শাখায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
• পদের নাম : ট্রেইনি অ্যাসিসট্যান্ট অফিসার • পদ সংখ্যা : নির্ধারিত নয় • কাজের ধরন : পূর্ণকালীন • কর্মস্থল : ঢাকা।
আবেদন যোগ্যতা—
১) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক পাস।
২) একাডেমিক পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
৩) বয়সসীমা ৩০ বছর।
৪) কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
৫) চাপ সামলে কাজ করায় আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ—
• বেতন ২৮৩৭০ টাকা।
• একবছর পর ব্যাংক নীতিমালা অনুসারে ৩৫, ৯৯৯ টাকা।
• কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ প্রদান।
আবেদনের শেষ তারিখ : ১০ জুলাই, ২০২১
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://career.ificbankbd.com/ এই ঠিকানায়।
Advertisement : বিডিজবস অ্যাকাউন্ট কমপ্লিট করা, আপডেট সিভি তৈরি, প্রাইভেট ব্যাংকে আবেদন এবং সরকারি চাকরির আবেদন ফরম পূরণ করে নিতে পারেন আমাদের হেল্পডেস্ক থেকে।
সেবা নিতে ও সার্ভিস চার্জ জানতে ইনবক্স করুন।
হেল্পলাইন— 01746315639 / 01743778788
Thanks | Freshers' Jobs Bangladesh
Comments
Post a Comment